হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

২০ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
হানি সিং

হানি সিং © ফাইল ফটো

বেশ কিছু দিন গানের জগৎ থেকে দূরে ছিলেন জনপ্রিয় র‍্যাপার হানি সিং। তবে সম্প্রতি আবারও গানের জগতে ফিরেছেন তিনি। বর্তমানে নতুন অ্যালবাম ‘৩.০’র প্রচারে ব্যস্ত রয়েছেন হানি সিং।

তবে নতুন অ্যালবামের প্রচারণার মাঝেই আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে এই র‍্যাপারকে ঘিরে। বিবেক রমন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে থানায় অপহরণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

একটি ইভেন্ট কোম্পানির মালিক বিবেক রমনের অভিযোগ, হানির সঙ্গে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যার কারণে, তিনি ১৫ এপ্রিল হানির সঙ্গে অনুষ্ঠান বাতিল করেন। এরপরই হানি ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন এবং তার ওপর অত্যাচার চালান।

এ বিষয়ে এখনও হানি সিং কিংবা তার পক্ষে কেউ কোনো বক্তব্য দেননি। এই মুহূর্তে ‘৩.০’ অ্যালবামের প্রচারের কারণে আলোচনায় রয়েছেন তিনি। তবে এই অভিযোগ যদি সত্য হয় তাহলে বড় ধরনের আইনি জটিলতায় জড়াতে পারেন হানি।

এদিকে, নেটফ্লিক্সে হানি সিংকে নিয়ে একটি তথ্যচিত্রও আসতে চলেছে। তাতে হানি জানিয়েছেন মানসিক অবসাদের কারণেই তিনি গানের দুনিয়া থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছেন হানি। এর আগে তার বিরুদ্ধে গানে অশ্লীল শব্দ ব্যবহারের কারণেও অভিযোগ দায়ের হয়েছিল।

জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
  • ২৩ জানুয়ারি ২০২৬
দুর্নীতি-দুঃশাসনের সঙ্গে সম্পর্ককারীদের প্রত্যাখ্যান করুন: …
  • ২২ জানুয়ারি ২০২৬
দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬