শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

০৭ এপ্রিল ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শ্রাবন্তী চট্টোাপাধ্যায়

শ্রাবন্তী চট্টোাপাধ্যায় © ফাইল ফটো

ফের খবরের শিরোনামে  টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোাপাধ্যায়। তবে এবার তাঁর বৈবাহিক জীবন নিয়ে নয়, বরং অভিনেত্রীর সাধের জিম নিয়ে বিপাকে পড়লেন তিনি।

বছর দেড়েক আগে কোলকাতার মধ্যমগ্রামের এক মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে জিম খোলার জন্য আগ্রহীদের থেকে ট্রেনিংয়ের নামে টাকা তুলেছিলেন। তবে বছর গড়ালেও জিমের দরজায় এখনও তালা ঝুলছে। টাকা দিয়েও সেই শরীরচর্চা কেন্দ্রে জিম শুরু করতে পারেননি সেখানকার বাসিন্দারা। আর তাতেই খেপে গিয়ে শ্রাবন্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগকারীরা থানায় জানিয়েছে, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরেই দোলের জন্য় সেই যে জিম বন্ধ হয়, আজও সেখানে ঝুলছে তালা! অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে শ্রাবন্তী জানান, যাঁরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, “তাঁরা সবটা সময়মতো পেয়ে যাবেন। নিশ্চয় কোনও কারণ আছে, তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই শুট নিয়ে ব্যস্ত যে ওদিকে সময় দিতে পারছি না। কিন্তু যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা টাকা পেয়ে যাবেন।”

দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬
আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা
  • ২২ জানুয়ারি ২০২৬
হৃদ্যতাপূর্ণ বার্তা প্রেরণে চিঠির যুগ; আধুনিকতায় হারিয়ে যাচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সরকার ঋণ বাড়িয়ে শুধু পাবলিক সেক্টরের কর্মীদের সুবিধা দিচ…
  • ২২ জানুয়ারি ২০২৬