রাহা তানহা খান © ফেসবুক হতে
ডায়েট চার্ট সঠিকভাবে মেনটেইন না করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড অভিনেত্রী রাহা তানহা খান। রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ভক্তদের কাছে নিজের অসুস্থতার খবর জানান এই অভিনেত্রী।
ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালের পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী। ফেসবুকে তিনি আরও জানান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। আর তার ছবি প্রকাশ হতেই নানা প্রশ্ন তৈরি হয় ভক্তদের মনে।
নিজের অসুস্থতা সম্পর্কে অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে জানান, তিনি বেশকিছুদিন দেশের বাইরে ছিলেন। দেশের বাহিরে তিনি যে ডায়েট মেনটেইন করতেন তা দেশে ফিরে ঠিকভাবে মেনে চলতে পারেন নি। যার ফলে তার রক্তচাপ কমে যায়।
আরও পড়ুন: প্রভাষক নিয়োগ দেবে যবিপ্রবি, বয়স সর্বোচ্চ ৩০।
অভিনেত্রী আরও জানান, এক দিন হাসপাতালে ভর্তি থেকে নানা রকম পরীক্ষা সম্পন্ন করে গতকাল (রবিবার) সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।
উল্লেখ্য, গত বছর ফিল্ম ক্লাব নির্বাচনে চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলেন তানহা। তখন সবশেষ দেখা গিয়েছিল তাকে। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করা রাহা পরবর্তীতে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে।