ক্লাসরুম সহপাঠীদের জন্য গাইলেন তাহসান-ঐশী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৮:৩১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুক কেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ক্লাসরুমের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্যাচের বন্ধুদের গান শোনালেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও গায়িকা ঐশী।
শুক্রবার (২৮ অক্টোবর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত দিনভরব্যাপী আনন্দ আয়োজনে ক্লাসরুমের সদস্যদের জন্য নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিন সন্ধ্যা সাতটায় মঞ্চে ওঠেন ঐশী। নিজের মৌলিক গান ছাড়াও জনপ্রিয় ফোক ও আধুনিক গান গেয়ে শোনান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ গায়িকা। ঐশীর পরিবেশনার পরেই রাত নয়টার কিছুক্ষণ পর মঞ্চে আসেন তাহসান ও তার দল। এসময় নিজের জনপ্রিয় সব গান গেয়ে ক্লাসরুমের বন্ধুদের মাতিয়ে রাখেন এ গায়ক-অভিনেতা।
আরও পড়ুন: ঢাবিতে তিনদিন ব্যাপী আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা।
মডেল-অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশের সঞ্চালনা অনুষ্ঠানের মধ্যে আরও ছিল ব্যাচমেটদের অংশগ্রহণে কালচারাল প্রোগ্রাম, ব্যান্ড সংজ্ঞার (রাফায়েল মুরসালীন) পার্ফমেন্স, লটারি প্রাইজ ডিস্ট্রিবিউশন, লেজার শো এবং ডিজে শো।
এর আগের গ্রুপটির দুই বর্ষপূর্তিতে ক্লাসরুম মাতিয়ে গেছেন নগর বাউল জেমস, পারভেজ সাজ্জাদ, তরুণ মুন্সী, মোশাররফ করিম, জুঁইসহ জনপ্রিয় অনেক ব্যক্তিত্ব।