মানসিক যন্ত্রণায় সময় যাচ্ছে পূজা চেরীর

১৩ অক্টোবর ২০২২, ০৮:৫৬ AM
পূজা চেরী

পূজা চেরী © সংগৃহীত

ভালো কাটছে না ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পূজা চেরীর দিন। অসহ্য মানসিক যন্ত্রণায় দিন পার করছেন তিনি। সোশ্যাল মিডিয়া তোলপাড় তার সাথে সুপারস্টার শাকিব খানের প্রেম এবং বিয়ের গুঞ্জন নিয়ে। অনেকেই দাবি করছেন পূজার কারণে শাকিব এবং বুবলীর সম্পর্কে ফাটল ধরেছে।

ব্যাপারটি নিয়ে বিরক্ত ও বিব্রত পূজা। এসকল গুঞ্জনে পানি ধেলে তিনি বলেছেন, 'যারা এ ধরনের গুজব রটাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।' 

এসকল ঘটনা নিয়ে পূজার পর এবার মুখ খুলেছেন মা ঝর্ণা রায়। মানসিকভাবে পূজা ভেঙে পড়েছে জানিয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কী করে বসে! আমার মেয়েটা বয়সে অনেক ছোট। দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’

আরও পড়ুন: রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

পূজার মা আরও বলেন, ‘যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম কাণ্ড ও বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে?’ 

তিনি বলেন, ‘এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা কেউ কি একবার চিন্তা করেছেন? তাই সবার কাছে হাতজোড় করে বলি, দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

ইতোপূর্বে গুঞ্জন নিয়ে পূজা তার ফেইসবুকে লিখেছিলেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেইসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

পূজা আরও লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হবো, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬