পূজা চেরিকে ‘পঁচা শামুকে পা না কাটার’ পরামর্শ দিলেন প্রযোজক

০১ অক্টোবর ২০২২, ১১:৪৩ AM
প্রযাজক ইকবাল ও পূজা চেরি

প্রযাজক ইকবাল ও পূজা চেরি © ফাইল ছবি

সম্প্রতি শাকিব-বুবলীর সন্তান প্রকাশ্যে নিয়ে আসার ঘটনায় সরব মিডিয়া প্রাঙ্গণ। এরই মাঝে গুঞ্জন উঠেছে শাকিব খান ও পূজা চেরির সম্পর্ক নিয়ে। গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় শাকিব-পূজার সখ্য তৈরি হয়। এরপরই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। যুক্তরাষ্ট্রেও তারা পাড়ি জমাচ্ছেন বলে জানা গেছে। শুধু তা-ই নয়, শাকিব কয়েকজন প্রযোজককে, সিনেমায় তার বিপরীতে পূজাকে নেওয়ার অনুরোধ করেছিলেন।

এবার শাকিব-পূজার সম্পর্কের ইঙ্গিত দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আলোচিত ‘বীর’ সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবাল। এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পূজা অনেক ছোট জায়গা থেকে আজ এই অবস্থায় পৌঁছেছে। এক সময় ওদের অনেক অভাব ছিল। আজ আল্লাহর রহমতে ওদের অবস্থার পরিবর্তন হয়েছে আমি ওকে বলতে চাই ‘পঁচা শামুকে পা কেট না।’ তুমি উপরে উঠছ আরো উপরে ওঠ দোয়া করি। এইসব বিষয়ে না জড়ানোই তোমার জন্য ভালো। কষ্টের দিনগুলোর কথা মনে করো।’

শোনা যাচ্ছে, সম্প্রতি পূজা এক প্রযোজকের যোগসাজশে আমেরিকার ভিসা পেয়েছেন। সেখানে শাকিব খানের পরিকল্পনানুযায়ী সিনেমার শুটিং ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এই অভিনেত্রী। আগামী অক্টোবরে আমেরিকায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিব। সেখানে হয়তো দেখা যেতে পারে পূজাকে। বুবলীর এক ঘনিষ্ঠজন এ প্রতিবেদককে জানিয়েছে, প্রায় রাতেই পূজাকে নিয়ে লং ড্রাইভে যান শাকিব। একসঙ্গে নামিদামি হোটেলে ডিনারও করেন তারা দুজন। বিষয়টি জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পূজাকে পাওয়া যায়নি।

পূজার সঙ্গে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে। এখন কার প্রেমে আছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন।

ট্যাগ: সিনেমা
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬