যেসব বিধিমালা মানতে হবে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনায়

২১ আগস্ট ২০২০, ১০:২৮ AM

© ফাইল ফটো

দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিবন্ধন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। এছাড়া স্কুল পরিচালনা বিধিমালা পুরোপুরি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের ৫ জুন নির্দেশিত ১৯৬২ সালের রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুলস অর্ডিনেন্সের ক্ষমতা বলে বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন নীতিমালা- ২০১৭ মোতাবেক নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন নিলেও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন নেওয়া থেকে বিরত রয়েছে। ওই বিধিমালার আবেদন ফরম ‘ক’ অনুযায়ী তথ্যাবলী পূরণ করে নির্ধারিত ফিসহ আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্দেশনায় বলা হয়, বিধিমালা অনুযায়ী নিবন্ধনের শর্ত মোতাবেক কমিটি গঠন করে নিবন্ধন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়ার নির্দেশনা রয়েছে। তবে নিবন্ধন করা প্রতিষ্ঠানগুলো (ইংরেজি মাধ্যম) বোর্ড থেকে কোনও কমিটি অনুমোদন না করিয়ে বিধিবহির্ভূতভাবে পরিচালনা করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে ম্যানেজিং কমিটি গঠনের আবেদন করতে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতি মাসে বা বছরে শ্রেণিভেদে আদায় করা টিউশন ফি, ভর্তি ফি, খেলাধুলা ফি, গ্রন্থাগার ফি, মূদ্রণ ফি এবং অন্যান্য ফি- এর পরিমাণ ও বিবরণ ইত্যাদি বিষয়ে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে উল্লেখসহ অবগত করার বিধান রয়েছে। যা নিবন্ধন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে না।

বেসরকারি বিদ্যালয়ে সহপাঠ কার্যক্রম পরিচালনা, কোনও বিশেষ সুবিধা এবং উন্নতমানের যন্ত্রপাতি বা প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফি আদায় করা যাবে বলে উল্লেখ করা হয়েছে নির্দশনায়। তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটির অনুমোদন নিতে হবে।

এছাড়া আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ম্যানেজিং কমিটির মাধ্যমে চাটার্ড অ্যাকউনটেন্ট দিয়ে প্রতিষ্ঠানের হিসাবনিরীক্ষা সম্পাদন করানো এবং রিপোর্ট নিবন্ধন কর্তৃপক্ষের কাছে দাখিল করার নির্দেশও পালন করা হচ্ছে না।

 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9