নিউ হরাইজন স্কুলে প্রাণবন্ত বৈশাখী উৎসবের আয়োজন

১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
বৈশাখী উৎসব

বৈশাখী উৎসব © সংগৃহীত

নতুন সূর্য, নতুন প্রত্যাশা আর নতুন বছরকে বরণ করে নিতে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এনএইচসিএস) উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক রঙিন উৎসবস্থলে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

সকাল ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আনজাম আনসার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বাঙালির সংস্কৃতি আমাদের আত্মার গভীরে প্রোথিত। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অপূর্ব সুযোগ।” তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি, দেশপ্রেম ও সহমর্মিতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বৈশাখী স্টল, যেখানে ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্প প্রদর্শিত হয়। প্রতিটি স্টলেই ছিল বাঙালিয়ানার ছাপ, যা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরেছে এক নতুন মাত্রায়।

দিনব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য। তাদের পরিবেশনায় উঠে আসে বাংলার প্রাণবন্ত সংস্কৃতি, মাটির গন্ধ আর লোকজ ঐতিহ্যের ছোঁয়া।

উৎসব শেষে অংশগ্রহণকারীদের মুখে ছিল আনন্দ আর গর্বের ছাপ। বাংলা নববর্ষ ১৪৩২-র এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি পরিণত হয়েছিল এনএইচসিএস পরিবারের এক মিলনমেলায়—যেখানে অনুরণিত হয়েছে বাংলা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও সম্মান।

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬