রাবিপ্রবিতে ১২ কোটি ৩৭ লাখ টাকার বাজেট পাস

রিজেন্ট বোর্ডের সভা
রিজেন্ট বোর্ডের সভা   © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড এর তৃতীয় সভা আজ মঙ্গলবার (১৯ জুলাই ২০২২) সকাল ১১ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

সভার শুরুতে প্রো-ভাইস চ্যান্সেলর মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

সভায় রিজেন্টে বোর্ডের সভাপতি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে তিনি বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। রিজেন্ট বোর্ড সভায় মূল আলোচ্য বিষয় ছিল বিশ্ববিদ্যালয়য়ের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন। সভায় ২০২২-২৩ অর্থবছরে ১২ কোটি ৩৭ লাখ টাকা বাজেট পাস হয়।

রিজেন্ট বোর্ডের সভায় রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক এ.কে.এম. তফজল হক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শামীমা ফেরদৌসী, রাবিপ্রবি প্রক্টর এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মো: বেলায়েত হোসেন ভূইঁয়া, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার এবং রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও রিজেন্ট বোর্ডের সচিব অঞ্জন কুমার চাকমা উপস্থিত ছিলেন।   

এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ডাঃ সৈয়দ ইমামুল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence