নিখোঁজের ১৪ ঘণ্টা পর বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

তারিকুজ্জামান সানি
তারিকুজ্জামান সানি  © সংগৃহীত

ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজের পর শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ তারিকুজ্জামান সানি বুয়েটের আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগে থাকতেন।

আরও পড়ুন: ভাষা সৈনিক কাজী এবাদুল হক মারা 

স্থানীয়রা জানিয়েছেন, একদল ডুবুরি সানিকে উদ্ধারে কাজ করছে। তারা পদ্মার পারে দাঁড়িয়ে ছিলেন। ডুবুরি দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। এখনো উদ্ধারের চেষ্টা চলছে। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো বলেন, সানিসহ ১৬ জন বন্ধু মিলে পদ্মা বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট পদ্মা পাড়ে ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি।


সর্বশেষ সংবাদ