অনলাইন ক্লাসে যাচ্ছে বুয়েট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৪:৪৬ PM , আপডেট: ৩০ জুন ২০২২, ০৪:৪৬ PM
সম্প্রতি দেশে করোনাভাইরাসের উর্ধ্বগতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর শ্রেণীর অনুষ্ঠিতব্য সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর স্নাতকের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো ফোরকান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ফোরকান উদ্দিন বলেন, ঈদুল আযহার আগে স্নাতকোত্তর শ্রেণীর নতুন ব্যাচের এক সপ্তাহ ক্লাস নেওয়া হবে। এ ক্লাস আগামী ২ জুলাই থেকে শুরু হবে। দেশে যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে, তাই পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এদের ক্লাস অনলাইনে নেওয়া হবে।
এর আগে, গতকাল বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমন আশংকাজনকহারে বৃদ্ধি পাওয়ায় আগামী ০২ হতে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জ্বর-সর্দি-কাশি হলে করোনা টেস্ট করতে হবে: ডা. আব্দুল্লাহ
বুয়েটের স্নাতক শ্রেণীতে এখন ইদের ছুটি চলছে। অধ্যাপক ফোরকান উদ্দিন বলেন, মাস্টার্সের বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনো অনার্সের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। অনার্সের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। সভায় অনার্সের ক্লাস কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে, দেশে গত গতকাল বুধবার পর্যন্ত ২ হাজার ২৪১ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। এই সময় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই রয়েছে।