রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত © টিডিসি ফটো
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র্যালী বের করা। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার ভবনের সামনে এসে শেষ হয়। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিলো ‘‘একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।
এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা।
দিবসটি উপলক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দত্তের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন। মূল বিষয়ের উপর আলোচনা করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা।
এছাড়াও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও প্রক্টর জুয়েল সিকদার এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দত্ত বক্তব্য প্রদান করেন।
দিবসটি উপলক্ষে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ দূষণ সচেতনতা বিষয়ে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চারজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।