গবেষণা কাজে বুয়েটের সঙ্গে পলি ক্যাবলের সমঝোতা

গবেষণা কাজে বুয়েটের সঙ্গে পলি ক্যাবলের সমঝোতা
গবেষণা কাজে বুয়েটের সঙ্গে পলি ক্যাবলের সমঝোতা  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুয়েটের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পরিচালিত ডেভেলপমেন্ট অব স্মার্ট ফাস্ট চার্জার এন্ড ভার্চুয়াল টেস্টিং প্লাটফর্ম ফর ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিস গবেষণা প্রোজেক্টে দুই বছরে ৫০ লাখ টাকা দেবে পলি ক্যাবল।

এছাড়া ল্যাবরেটরি সাপোর্ট হিসেবে আরো ২০ লাখ টাকা দেবে দেশীয় ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। পাশাপাশি বুয়েটও গবেষণা থেকে প্রাপ্ত ফল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) নীতিমালা অনুযায়ী শেয়ার করবে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বুয়েট থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন যারা

সমঝোতা স্মারকে বুয়েটের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার ও পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সমঝোতা স্মারক অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের হাতে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

যৌথ গবেষণা সহযোগিতা, ফেলোশিপ, ইন্টার্নশিপ, পারস্পরিক গবেষণাগার ব্যবহারের সুযোগ, পণ্যের মানোন্নয়নে গবেষণা ইত্যাদি সুবিধা প্রদানের মাধ্যমে বুয়েটের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সময়োপযোগী করে গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে বুয়েট ও পলি ক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড।

অনুষ্ঠানে বুয়েটের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ ও পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence