পবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

সেমিনার
সেমিনার   © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বেক (BECK) প্রকল্পের সমন্বয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) পবিপ্রবি'র কৃষি কনফারেন্স রুমে এ সেমিনার হয়।

পবিপ্রবি'র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক ড. আহমেদ পারভেজের সভাপতিত্বে সেমিনারে ‘মস্কো ইউনিভার্সিটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং’-এর আন্তর্জাতিক বিষয়ক প্রধান ‘মিস্টার স্টিফেন শ্বেদভ’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে পবিপ্রবি'র উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

মিস্টার স্টিফেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদভুক্ত ডিজাস্টার রিজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জিও ইনফরমেশন সায়েন্স এন্ড আর্থ অবজারভেশন বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফিজিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। 

উল্লেখ্য, অধ্যাপক আ ক ম মোস্তফা জামান-এর নেতৃত্বে পরিচালিত BECK (বেক) শীর্ষক প্রকল্পের ‘মস্কো ইউনিভার্সিটি অব সিভিল ইঞ্জিনিয়ারিং’-এর একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ