চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৯৩ কোটি টাকাই বরাদ্দ চান উপাচার্য

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান  © ফাইল ফটো

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে অবশেষে ১৯৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছেন উপাচার্য নাছিম আখতার। জেলা প্রশাসকের (ডিসি) প্রাক্কলিত এই অর্থ চেয়ে তিনি চিঠি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে। এর মাধ্যমে ডিসির প্রাক্কলিত ব্যয়ই সঠিক ধরে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তের ফলে সরকারের সাশ্রয় হতে পারে ৩৫৯ কোটি টাকা। রোববার (৬ মার্চ) উপাচার্য নাছিম আখতার এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন। ভূমি অধিগ্রহণের জন্য জমির মুল্য ৫৫৩ কোটি টাকা চেয়ে লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান সেলিম খানসহ মালিকদের রিটের শুনানি হওয়ার তিন দিন পর এ চিঠি দিলেন উপাচার্য। রিটের রায় আগামী ২০ এপ্রিল।

চিঠিতে উপাচার্য বলেছেন, ৬২.৫ একর জমির মূল্য ১৯৩ কোটি ৯০ লাখ ৬৫ হাজার ৫০৭ টাকা প্রাক্কলন করেছেন জেলা প্রশাসক। এ অর্থ ১২০ কার্যদিবসের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি থোক থেকে এ অর্থ চাওয়া হয়েছে।

আরো পড়ুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস

উপাচার্য নাছিম আখতার গণমাধ্যমকে বলেছেন, মামলার রায় কী হবে, তা বলা যায় না। এজন্য কাজ থেমে থাকতে পারে না। তাই ভূমি অধিগ্রহণ করতে ডিসির প্রাক্কলিত টাকাই বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আদালতের স্থিতিবস্থা উঠে যাওয়ায় চিঠি দেওয়া সম্ভব হয়েছে। টাকা পেলে জেলা প্রশাসক জমির মালিকদের দেবেন। তবে রায়ে অন্য কিছু থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের জন্য আমরা ১৯৩ কোটি ৯০ লাখ টাকার প্রাক্কলন দিয়েছি। মন্ত্রণালয়কে বলেছি, সব দলিল ধরে মূল্য নির্ধারণ করলে ৫৫৩ কোটি টাকা দাম হতো। যে দলিলগুলো উচ্চমূল্যের সেগুলো বাদ দিয়ে দাম আসে ১৯৩ কোটি টাকা।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence