হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ PM
হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন © টিডিসি ফটো

‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

পরিসংখ্যান দিবসকে কেন্দ্র করে রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে র‌্যালি বের করে হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ। এসময় র‌্যালিটি হাবিপ্রবির ড. এম. এ. ওয়াজেদ ভবন থেকে শুরু করে বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর সামনে গিয়ে শেষ হয়।

পরিসংখ্যান দিবস উপলক্ষে অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাজিব দে, সহকারী অধ্যাপক এ.এস. এম আবু সাঈদ, সহকারী অধ্যাপক মোছা. দিলারা পারভীন ও সহকারী অধ্যাপক মো. সবুজ আলী।

এছাড়া অনলাইনে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বরেণ্য পরিসংখ্যানবিদ বল স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহমাতুল্লাহ ইমন এবং ফিজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম শাওকত আলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার।

আরও পড়ুন: হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের নতুন চেয়ারম্যান ড. এরফান আলী খোন্দকার

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে হাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশ গড়তে সাহায্য করছে গুণগত পরিসংখ্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিসংখ্যানের গুরুত্ব অনুধাবন করে ১৯৭৪ সালে পরিসংখ্যান ব্যুরো গঠন করেন। বর্তমান সময়ে পরিসংখ্যানের গুরুত্ব বেড়েই চলেছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সঠিক পরিসংখ্যান কার্যকরী ভূমিকা পালন করবে করবে।’’

সভাপতির বক্তব্যে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার বলেন, “এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে ষোলটিতেই পরিসংখ্যানের মডেল ব্যবহার করা হয়েছে। বৃহৎ পরিসরে এবারেই প্রথম হাবিপ্রবিতে আমরা পরিসংখ্যান দিবস আয়োজন করেছি, যাতে করে শিক্ষার্থীদের মাঝে পরিসংখ্যানের গুরুত্ব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হাবিপ্রবি প্রশাসনসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তার কারণে আমরা সুন্দরভাবে জাতীয় এ দিবসটি আয়োজন করতে পেরেছি।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পরিসংখ্যান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান জেমি ও ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. তুষার আলী।

উল্লেখ্য, অনলাইনে যুক্ত আলোচকবৃন্দ পরিসংখ্যানের তথ্যের বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি ডাটা সাইন্স, মেসিং লার্নিং এর বিভিন্ন দিক ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এ সময়। পরে আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অনলাইনে যুক্ত আলোচকবৃন্দ।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬