ক্যান্সারের কাছে হেরে গেলেন হাবিপ্রবি শিক্ষার্থী সিয়াম
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৩ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ PM
ক্যান্সার আক্রান্ত হয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী মো. মুনতাসির হাবিব সিয়াম মারা গেছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
হাবিপ্রবির ‘‘ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং’’ বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সিয়াম। গত বছরের ২৭ মে তার শরীরে ‘‘Hodgkins Lymphoma’’ নামক ক্যান্সার কোষের উপস্থিতি নিশ্চিত হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১২টি কেমোথেরাপি গ্রহণের মাধ্যমে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রীর মৃত্যু
তবে কেমোথেরাপি শেষ হওয়ার এক মাসের মাথায় গত ১২ জানুয়ারি পুনরায় অসুস্থ হয়ে পড়েন সিয়াম। এসময় চিকিৎসকের শরণাপন্ন হলে বায়োপসি রিপোর্টের মাধ্যমে জানা যায় ‘‘Hodgkins Lymphoma’’ ক্যান্সার পুনরায় ভয়াবহ রূপে আবির্ভূত হয়েছে। যার ফলে চিকিৎসক অতিদ্রুততার সাথে তাকে ঢাকায় অথবা সম্ভব হলে ভারতে ‘‘Immunohistochemistry’’ চিকিৎসা নেয়ার পরামর্শ প্রদান করেন। সিয়াম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তার এই অসময়ে চলে যাওয়া শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলেই।