আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবিপ্রবির রিফাত

 রিফাত আব্দুল্লাহ
রিফাত আব্দুল্লাহ  © ফাইল ফটো

আন্তর্জাতিকভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’ এ এবারের পর্বে তৃতীয় স্থান লাভ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ।

রিফাত বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিযোগী রিফাতের মেন্টর সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ’ বিষয়ক রিসার্চ পেপারের জন্য এ স্থান লাভ করেন রিফাত। আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়। তবে করোনা মহামারির কারণে এবারের প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

রিসার্চের বিষয়বস্তু সম্পর্কে রিফাত আব্দুল্লাহ বলেন, ‘কেরু অ্যান্ড কোং লিমিটেডের অ্যালকোহল প্রক্রিয়াকরণে কাজ করেছি। এটি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজের অধীনের একটি প্রজেক্ট ছিল। গবেষণায় ৪০% থেকে ৫০% অ্যালকোহল জাতীয় দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ানোর প্রক্রিয়ায় সফল হয়েছি। এটি প্রয়োগ করলে উৎপাদন ৬% থেকে ৯% এ উঠে আসবে। এতে করে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।’

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর প্রথম ধাপে রিসার্চ পেপার জমা দিয়েছিলেন রিফাত। এরপর ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে রিসার্চ পেপার সিলেকশন এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ডেমো প্রেজেন্টেশন শেষে বৃহস্পতিবার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী চার শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন কানাডার কেন্না, দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের টমাস বারনি এবং তৃতীয় হয়েছেন শাবিপ্রবির রিফাত আব্দুল্লাহ।

রিফাত আব্দুল্লাহ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের বাসিন্দা। তার বাবার মো. রফিক ঘরামী। মা শিউলি বেগম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence