ভিসির পদত্যাগ চেয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বললো শিক্ষক সমিতি

শাবিপ্রবিতে আন্দোলন
শাবিপ্রবিতে আন্দোলন  © টিডিসি ফটো

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে হবে।

এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করে শাবিপ্রবি সমিতি বলছে, উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ার ভুক্ত। তাই অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আজ রবিবার (২৩ জানুয়ারি) রাতে শাবিপ্রবি শিক্ষক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। এর আগে সমিতির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শিক্ষক সমিতির ৪ দাবি-

১) শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে;

২) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি;

৩) উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়;

৪) শিক্ষার্থীদের প্রতি কোন রকম সহিংসতা সম্পৃক্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ