রায়ে সন্তুষ্ট: ছাত্রলীগ

০৮ ডিসেম্বর ২০২১, ০১:৩১ PM

© লোগো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবিও জানায় সংগঠনটি। 

আজ বুধবার (৮ ডিসেম্বর) হত্যা মামলার রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আন্দোলনের মুখে এ ঘটনায় ১১ জন নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো।

রায়ের পর প্রতিক্রিয়া জানান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ছাত্রলীগের পক্ষ থেকে ওই ঘটনায় গঠন করা তদন্ত কমিটির প্রধান ইয়াজ আল রিয়াদ।

তিনি বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট আমরা। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাই। একই সঙ্গে বুয়েটের অন্য হত্যাকাণ্ডেরও (সনি, দ্বীপ হত্যা) দ্রুত বিচার চেয়েছেন এ নেতা।

ইয়াজ আল রিয়াদ আরও বলেন, এ ঘটনায় আমরাই সর্ব প্রথম প্রতিবাদ জানাই। তদন্ত কমিটির প্রধান হিসেবে আমি তখন বুয়েটে গিয়ে সবার সাথে কথা বলে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাই। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছিলাম। 

ছাত্রলীগে অপরাধীদের কোনো স্থান নেই জানিয়ে এই সহ সভাপতি বলেন, আগামীতে  ছাত্রলীগের নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে এ রায় তাদের জন্য শক্ত বার্তা। 

বুয়েট প্রশাসনের প্রতি ছাত্রলীগ শ্রদ্ধাশীল জানিয়ে ইয়াজ আল রিয়াদ বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছেন বুয়েট প্রশাসন সেটি মেনে আমরা বুয়েটে কোন কার্যক্রম পরিচালনা করছি না। তবে অপরাপর ছাত্রসংগঠনগুলো সেখানে কার্যক্রম চালাচ্ছে। ছাত্রদলের কমিটি আছে বুয়েটে।

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬