খুলেছে বুয়েটের আবাসিক হল

১০ নভেম্বর ২০২১, ১০:৪৭ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) © ফাইল ছবি

করোনা মহামারীর কারণে দীর্ঘ বন্ধ শেষে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলসমূহ। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন এমন শিক্ষার্থীরা আবাসিক হলে প্রবেশ করতে পারছেন। 

এদিকে শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

দেশে করোনার সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ। তবে হল বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখে তারা। চলতি বছরের মাঝামাঝি করোনার প্রকোপ কমে আসে। তখন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও বুয়েটের হল খোলার সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। পরে হল খোলার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে বুয়েট শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর থেকে হল খোলার ঘোষণা আসে। 

গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষাণা দেয়া হয়। সেখানে বলা হয়, ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হল ব্যতীত সকল আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। 

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬