হল খোলার দাবিতে মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীরা

বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন   © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া ও সশরীরে ক্লাস শুরুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক মিজানুর রহমান বরাবর ২ হাজার ৫০০-এর বেশি ছাত্রের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’, ‘আমাদের হল খুলে দাও’, ‘সারাদেশে অফলাইন বুয়েট কেন অনলাইন’, ‘অনলাইনে বন্দী থাকবো না’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

এর আগে মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বুয়েটের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী দুই ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার কথা। কারণ, নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত বিআইআইএস-এর মাধ্যমে নিজের টিকা গ্রহণের অবস্থা জানাতে পারেনি। এ হিসেবে বলা যায়, বুয়েটের প্রায় সকল শিক্ষার্থীই অন্তত এক ডোজ ভ্যাক্সিনপ্রাপ্ত।

শিক্ষার্থীরা বলেন, যেহেতু আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। আবাসিক হল না খুলে ক্লাস শুরু করলে গত সেমিস্টারের মতোই অনেক শিক্ষার্থী ক্লাস করতে অপারগ হবে। তাই যত দ্রুত সম্ভব হল খুলে সশরীরে ক্লাস নেয়া হোক।

হল খোলার স্বার্থে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাক্সিন নেয়া বাকি থাকে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই শিক্ষার্থীর ভ্যাক্সিন নেয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।  

হল খোলা নিয়ে গণস্বাক্ষরের বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা আড়াই হাজরের বেশি শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষরের মাধ্যমে তাদের মতামত নিয়েছি। সবাই হল খুলে তারপর  সেমিস্টার শুরুর ব্যাপারে একমত হয়েছেন। আমরা স্মারকলিপি দিয়েছি, আশা করি প্রশাসন আমাদের দাবি মেনে নিবে।

দাবি না মানলে কঠোর আন্দোলন করা হবে জানিয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেন, এখন আমরা সহজ পন্থায় চেষ্টা করছি, কিন্তু আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবো।


সর্বশেষ সংবাদ