ফের বন্ধ হলো বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম

২৩ এপ্রিল ২০২১, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা ফের বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় চলমান ছুটি বর্ধিত করে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে জানুয়ারি’২১ টার্মের ক্লাস অনলাইনে শুরু করলেও করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ।

এর মধ্যেই গত ১১ এপ্রিল করোনায় প্রাণ হারান বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক তাইফুর রহমান। চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুসারে লকডাউনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোয় বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রমও এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ২ জন বুয়েট শিক্ষক প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় ২৫০ এর অধিক শিক্ষার্থী বা তাদের নিকটাত্মীয় কোভিড-১৯ আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ১০৭ জন শিক্ষার্থী নিজে ও ১৫১ জন শিক্ষার্থীর নিকটাত্মীয় রয়েছেন।

জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাবরের ব্যর্থতার ম্যাচে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে হারাল পাক…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলন পাবনার সভাপতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা
  • ২৯ জানুয়ারি ২০২৬
নজরুল কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক নকলের অভিযোগ সোহরাওয়ার্দ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
লাল ফিতা সংস্কৃতি চিরতরে ভাঙা হবে, শিল্প মালিকদের অঙ্গীকার …
  • ২৯ জানুয়ারি ২০২৬