উপাচার্যকে না পেয়ে ফিরে গেলেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

করোনা শুরুর পর থেকেই গৃহবন্দী জীবনযাপন করছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলেও উপাচার্য বাসা থেকে বের হননি।

আজ মঙ্গলবার দুপুরে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ১৫-২০ জন শিক্ষক ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্যের বাসভবনে দেখা করতে গেলে উপাচার্য দেখা না করে ফিরিয়ে দেন বলে জানান তারা।

পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনে দায়িত্বরত ওই শিক্ষকেরা জানিয়েছেন যে, “করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে হাবিপ্রবি উপাচার্য মহোদয় প্রশাসনিক ভবনে অফিস না করায় প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে প্রশাসনিক ব্যক্তি বর্গ কিভাবে সমস্যা সমূহ উত্তোরণ করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য উপাচার্য মহোদয়ের বাসভবনস্থ অফিসে দেখা করতে গেলে উপাচার্য মহোদয় দেখা করতে অস্বীকৃতি জানান। অতঃপর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার মহোদয় মোবাইল ফোনে সাক্ষাতের অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। মূল ফটকে প্রশাসনিক দায়িত্বরত শিক্ষকরা প্রায় ৩০ মিনিট অপেক্ষা করে বাধ্য হয়ে ফিরে আসেন। পরবর্তীতে সিদ্ধান্ত নেন- মাননীয় ভাইস-চ্যান্সেলরের উদ্ধত আচরণের জন্য প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিবর্গ পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান , “দীর্ঘদিন থেকে উপাচার্য মহোদয় প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে দেখভাল করছেন না। এতে বিভিন্ন কাজে জটিলতার সৃষ্টি হয়েছে। আজ আমরা ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধান ও নির্দেশনার জন্য যাই উপাচার্যের বাসভবনে যাজ। কিন্তু তিনি আমাদের সাথে সাক্ষাৎ না করায় আমরা আগামীকাল থেকে প্রশাসনিক সকল কাজে কর্মবিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছি ।

প্রেস বিজ্ঞপ্তিতে কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ছাড়াও স্বাক্ষর করেন পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন অধ্যাপক ডা. ফাহিমা খানম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক ( বীর মুক্তিযোদ্ধা) জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্লানিং, ডেভলপমেন্ট এ্যান্ড ওয়ার্কস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম, অধ্যাপক রোজিনা ইয়াসমিন লাকী, অধ্যাপক ড.মো: খালেদ হোসেন, ছাত্র পরামর্শ অ নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.ইমরান পারভেজ, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজ উল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম, ড. মোঃ হাসানুর রহমান, সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম, মোঃ আব্দুল মোমিন সেখ, শিহাবুল আউয়াল সহ আরও অনেকে।

এ ব্যাপারে জানতে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের মুঠোফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ