চুয়েটে হাল্ট প্রাইজের ব্যবস্থাপনা কমিটি

২১ আগস্ট ২০২০, ০৯:৪০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিগতবছরগুলোর মত এবারও আয়োজন করা হচ্ছে হাল্ট প্রাইজের অনক্যাম্পাস ক্যাম্পেইন। এ লক্ষ্যে ইতিমধ্যে ২০২০-২১ সালের জন্য ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে।

৪৬ সদস্যের এই কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন শিহাব আর রাসাদ, ডিরেক্টর অব জাজ ম্যানেজমেন্টে মালিহা জাহান চৌধুরী ও সৌম্য স্বরাজ, ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট হিসেবে খন্দকার সাবরিনা সাহিম ও সাবিত্রী শিকদার, ডিরেক্টর অব ফাইন্যান্স এন্ড করপোরেট অ্যাফেয়ার্স হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিবুল হোসাইন ও সুবায়ের ইসলাম।

এছাড়া ডিরেক্টর অব পাবলিক রিলেশন হিসেবে আবরার আহমেদ চৌধুরী, ডিরেক্টর অব ব্রান্ডিং এন্ড প্রমোশন হিসবে গৌরব সাহা ও খন্দকার জুবায়ের রহমান, ডিরেক্টর অব পাবলিকেশন এন্ড মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে তাকি তাজওয়ার ও হাসান মো. নিয়াজ, ডিরেক্টর অব গ্রাফিকস ডিজাইনে হোসেন মো. ইমরান এবং ডিরেক্টর অব আইটি ম্যানেজমেন্ট হিসেবে শাফিন হাসনাত নির্বাচিত হয়েছেন।

প্রোগ্রামের বিষয়ে হাল্ট প্রাইজ চুয়েট ক্যাম্পাস ডিরেক্টর বলেন, প্রোগ্রাম নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে এবার। অক্টোবরের শেষের দিকে প্রোগ্রামটির আয়োজন করতে চাই আমরা। তবে করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব না হলে অনলাইনে করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর আলাদা আলাদা বিষয়কে ভিত্তি করে আয়োজন করা হয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিটি দলকে একটি করে চ্যালেঞ্জের ওপর আইডিয়া জমা দিতে হয়।

পরবর্তীতে বিশ্বব্যাপী একযোগে এই আইডিয়া প্রতিযোগীতায় অংশ নেয় লাখ লাখ টিম এবং বিজয়ী দল অংশগ্রহণ করে রিজিওনাল সামিট ও এক্সেলারেশন পর্বে। সর্বশেষে বিজয়ী দলকে তার আইডিয়াটিকে একটি সফল ব্যবসায় রুপ দিতে, পুরষ্কার হিসেবে ১ মিলিয়ন ডলার দেয়া হয়।

শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যাসহ নির্বাচনকালীন নারী অবমাননার প্রতিবাদ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬