জরুরি সেবা ছাড়া ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে হাবিপ্রবি

© ফাইল ফটো

সরকারি নির্দেশনা ও ইউজিসির প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) প্রশাসনিক কার্যক্রম। ইতোপূর্বে ঘোষিত একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) ও আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ।

আজ শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত সাধারণ ছুটির ধারাবাহিকতা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত হাবিপ্রবির সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে অতি জরুরি এবং অত্যাবশ্যকীয় কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের স্টেশন ত্যাগ না করে স্ব স্ব গৃহে অবস্থান করতে ও মোবাইল ফোন চালু রাখতে বলা হয়েছে। যাতে জরুরি প্রয়োজনে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করতে পারেন। প্রয়োজন হলে নিজ অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানগণ অফিস করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা খামার, প্রকৌশলী ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ যথারীতি দায়িত্ব পালন করবেন। মেডিকেল সেন্টারের ডাক্তারগণ জরুরি ও টেলি মেডিসিন সেবা প্রদান করবেন। নোটিশে বহিরাগত ব্যক্তির প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

ট্যাগ: ছুটি
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬