হলে মোটরসাইকেল রাখলে জরিমানা বুয়েট শিক্ষার্থীদের

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ AM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে মোটরসাইকেল রাখতে পারবেন না শিক্ষার্থীরা। এছাড়া মোটরসাইকেল সরানাের নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা জরিমানা দিতে হবে। ফলে যেসব শিক্ষার্থীদের মোটরসাইকেল রয়েছে তারা বিপাকে পড়তে যাচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি আহসান উল্লা হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ অক্টোবর উপাচার্য সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল আবাসিক হলের অভ্যন্তরে কোন ধরনের মোটরসাইকেল না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রেক্ষিতে ছাত্রকল্যাণ পরিদপ্তর অফিসে অনুষ্ঠিত গত ২৮ জানুয়রির সভায় যে সকল শিক্ষার্থী উক্ত সিদ্ধাক্তের পরেও হলে মোটরসাইকেল রাখছে তাদেরকে হল থেকে মোটরসাইকেল সরানাের বিষয়ে নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি

 

প্রশাসনের এমন সিদ্ধান্তে বুয়েটের যেসব শিক্ষার্থীদের মোটরসাইকেল রয়েছে তাদের বিপাকে পড়তে হচ্ছে। তারা এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করছেন। একইসঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটের আবাসিক হলেও শিক্ষার্থীদের মোটরসাইকেল রাখতে দেয়ার আহবান জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদের আবাসস্থলে ছাত্রদের জিনিস রাখতে দেওয়া হচ্ছে না। অথচ শিক্ষকরা ঠিকই কোয়ার্টারে তাঁদের গাড়ী রাখেন। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল রাখতে দেওয়া হয়। ছাত্রদের অসুবিধার কথা একবারও চিন্তা করছেন না বুয়েট কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ঢাকার রাস্তায় মোটরসাইকেল কত জরুরি তা যে কেউ জানেন।

ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬