১৩ দিন ধরে হদিস নেই চুয়েট ছাত্রের

  © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এক ছাত্রের ১৩ দিন ধরে কোনো হদিস নেই। শহীদুল ইসলাম আজাদ নামে ওই ছাত্র কোথায় আছেন বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

যদিও পরিবারের দাবি গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শহীদুল চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

এ ঘটনায় শহীদুলের বাবা শাহ আলম নগরীর পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়, শহীদুল পাহাড়তলী সরাইপাড়া মৌসুমী আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ডিবি পরিচয়ে কিছু লোক তাঁর ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় থানা ও ডিবি অফিসে খোঁজ নিয়েও কোনো তথ্য পাননি।

শাহ আলম জানান, তাঁর ছেলে শহীদুল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। এমনকি রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের সঙ্গেও জড়িত নন। তারপরও তাঁর ছেলেকে কেন তুলে নেওয়া হলো বুঝতে পারছেন না।

তিনি বলেন, যাঁরা তুলে নিয়ে গেছেন তাঁরা ছেলেকে যেন আদালতে হাজির করেন। যদি কোনো দোষ করে থাকে তার বিচার হবে। অন্তত ছেলের সন্ধান চান বলেও জানান তিনি।

শহীদুলের কয়েকজন সহপাঠী বলেন, তিনি নিয়মিত নামাজ পড়তেন, পড়াশোনায় ব্যস্ত থাকতেন। কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না তা তাঁদের জানা নেই।

চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক মো. মশিউল হক বলেন, তার মা-বাবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিষয়টি জানতে পারেন। কিন্তু থানা-পুলিশ তার কোনো খোঁজ দিতে পারেনি। ছাত্রটিকে খুঁজে বের করা হোক এটিই তাঁদের চাওয়া বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

চট্টগ্রামের র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, কে বা কারা তুলে নিয়েছে তা তাঁরা জানেন না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence