রাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংশয় থাকলেও কোন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা। এদিনে ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে ১১ পর্যন্ত। রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজ এবং শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা হয়। ২য় ধাপের ভর্তি পরীক্ষা দুপুর দুপুর আড়াইটা থেকে শুরু হয়।পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এ সময় তার সাথে ছিলেন রেজিস্টার অঞ্জন কুমার চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শান্তি পূর্ণ পরিবেশ এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, এবারে ভর্তি পরীক্ষা বিগত বছরের তুলনায় অনেক প্রতিযোগিতা মূলক হয়েছে।


সর্বশেষ সংবাদ