ইউএসটিসির নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুন ২০১৯, ১২:৩০ PM , আপডেট: ১১ জুন ২০১৯, ১২:৩০ PM
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়) উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য ইউএসটিসির উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের অক্টোবরে ইউএসটিসির উপাচার্য পদে যোগ দিয়েছিলেন অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রায় আট-নয় মাস আগে তার মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আবছার ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নবনিযুক্ত উপাচার্য ড. জাহাঙ্গীর আলম চুয়েট থেকে ছুটি পাওয়ার পর ইউএসটিসির উপাচার্য পদে যোগ দেবেন।