মেরিটাইম ইউনিভার্সিটির লোগো © সংগৃহীত
দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৩ হাজার ১২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার সবমিলিয়ে ২০০ আসনে ভর্তি নেওয়া হবে। সে হিসাবে আসনপ্রতি আবেদন করেছেন ১১৫ জন।
অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হয়েছে সোমবার (১৫ ডিসেম্বর)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির জন্য আবেদন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করার কথা ছিল। তবে সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে কর্তৃপক্ষ। চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ২০০ আসনের জন্য এ ভর্তি পরীক্ষা হবে।
আরও পড়ুন: ৫ যমজ, সবাই ছাত্রী— একসঙ্গে সত্যি হলো দশ স্বপ্ন
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসিতে ৩ হাজার ৬৭৪ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ২ হাজার ৯১৩ জন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্সে ৭ হাজার ৬৪৭ জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ৮ হাজার ৮৯৪ জন ভর্তিচ্ছু রয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভর্তিচ্ছু আবেদনকারীরা আগামী ২২ থেকে ২৯ জানুয়ারি প্রবেশপত্র কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লাশ শুরু হবে ২০২৬ -এর মে মাসে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.bmu.edu.bd-এই ওয়েবসাইটে। আবেদনের পোর্টাল applyonline.bmu.edu.bd। আর হেল্পডেস্ক ইমেইল admissioninfo@bmu.edu.bd।