ভুল চিকিৎসা: এখনো জ্ঞান ফেরেনি বিশ্ববিদ্যালয় ছাত্রী মুন্নির

কোমায় শিক্ষার্থী মুন্নী

কোমায় শিক্ষার্থী মুন্নী © টিডিসি ফটো

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি নার্সের ভুল ইনজেকশনে অসুস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী মুন্নীর। বর্তমানে সে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা প্রস্তুতি চলছে।

মুন্নীর বর্তমান অবস্থা সম্পর্কে তার বড় ভাই হাসিবুল হাসান রুবেল জানান, ‘২৪ ঘন্টা পেরিয়ে গেলেও মুন্নির অবস্থার কোনো উন্নতি ঘটেনি, বর্তমানে সে একপ্রকার কোমায় রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য আমরা শীঘ্রই তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

মঙ্গলবার সকালে পিত্ত থলির পাথর অপারেশন করাতে ডা. তপন কুমার মণ্ডলের অধীনে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন মুন্নী। চিকিৎসাধীন অবস্থায় নার্স শাহানাজ ভুলবশতঃ গ্যাসের ইনজেকশনের পরিবর্তে অ্যানেসথেসিয়ার ইনজেকশন পুশ করে তাকে এবং ইনজেকশন পুশ করা মাত্র সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকলে তাকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই মুন্নীর চাচা জাকির হোসেন বাদী হয়ে ডা. তপন কুমার মণ্ডল, নার্স শাহানাজ ও কুহেলিকার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও ঘটনাটির অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী জানান, ‘ভুল ইনজেকশনে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার কমিটির প্রতিবেদন পেয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

পড়ুন: ভুল ইনজেকশনে মৃত্যুর মুখে বিশ্ববিদ্যালয় ছাত্রী

দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬