কুয়েটের এক হলে মাদক ও বহিরাগত নিষিদ্ধ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৫ AM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলে মাদক গ্রহণ ও বহিরাগত প্রবেশে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, লালন শাহ হলের আবাসিক ও অনাবাসিক সকল ছাত্রকে অবগত করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, পরিচালক (ছাত্রকল্যাণ) এবং সকল হল প্রভোস্টদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয় যে হলে কোনো বহিরাগত ছাত্র অবস্থান করতে পারবে না।
এতে আরও উল্লেখ করা হয়, হলের অভ্যন্তরে, ছাদে এবং হলের সীমানার ভেতরে যেকোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উক্ত কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা আইন অনুযায়ী যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, গুরুতর আহত ১
বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি পর্যবেক্ষণের জন্য যে কোনো সময়ে পরিচালক (ছাত্রকল্যাণ), প্রভোস্ট, সহকারী প্রভোস্ট বা কর্তৃপক্ষের অনুমতিক্রমে অন্য কেউও হল পরিদর্শনে আসতে পারেন।
এর আগে, স্টল বরাদ্দকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে লেদার ইঞ্জিনিয়ারিং ২৪ ব্যাচের শিক্ষার্থী ফাহিম গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পরপরই উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালি এবং ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডি বি এম ইকরামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ফাহিমকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর বি এম ইকরামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনায় জড়িত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার গভীরতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’