কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসবের উদ্বোধন
- কুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৪ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয় রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায়। কুয়েট উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা যোগদান করেন।
আশফিয়া লাইব্রেরির সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবে পাঞ্জেরী পাবলিকেশনস, পথিক প্রকাশন, লেক্সিকন, ব্রিটিশ কাউন্সিল, আদ-দ্বীন শপ, সিয়ান পাবলিকেশনস, গার্ডিয়ান পাবলিকেশনসসহ মোট ২৩টি প্রকাশনী অংশগ্রহণ করেছে। উৎসবটি চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে উৎসব প্রাঙ্গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, ‘জ্ঞানের বিকাশ বইয়ের মাধ্যমে। মানুষ যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞানী হবে এবং উন্নতি লাভ করবে। ইন্টারনেটে বই পড়লেও বইয়ের প্রকৃত স্বাদ পাওয়া যায় না।’ তিনি আশা প্রকাশ করেন যে কুয়েট শিক্ষার্থীরা বই উৎসবকে জ্ঞান বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবে।
এ সময় ছাত্রকল্যাণ পরিচালক ড. ইকরামুল হক বলেন, ‘কুয়েটে এই প্রথম এমন আয়োজন শুরু হয়েছে। এটি কুয়েটের জন্য একটি ঐতিহাসিক দিন। আমি আশা করি এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পড়ার কোনো বিকল্প নেই। মৌলিক জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প কিছু নেই। অনলাইন টুলস দিয়ে গভীর ও বাস্তব জ্ঞান অর্জন সম্ভব নয়। বর্তমান বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, আর এই জ্ঞান অর্জন বই পড়া ছাড়া সম্ভব নয়।’
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই বই উৎসব কুয়েটে পাঠচর্চার নতুন ধারা সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।