৩ দফা দাবি বাস্তবায়নে কুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ PM
সড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়ক অবরোধ করে বিক্ষোভ © টিডিসি ফটো

প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার সময়ে কুয়েট অডিটোরিয়াম থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় মিছিলে শিক্ষার্থীরা ‘১ ২ ৩ ৪, ডিপ্লোমা কোটা ছাড়’, ‘এই মুহূর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার,’ ‘প্রকৌশলের সকল পদ, প্রকৌশলীদের অধিকার, সহ নানা স্লোগান দেন। জনদুর্ভোগ এড়াতে ৩০ মিনিট পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীরা বলেন ‘আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। কিন্তু সরকার যদি পলিটেকনিক শিক্ষার্থীদের জনদুর্ভোগের সামনে ভুল সিদ্ধান্ত নেয়।তাহলে সরকারকে জানিয়ে দিতে চাই আমর ও সড়ক অবরোধ করতে পারি।’

সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, সারাদেশের প্রকৌশল শিক্ষার্থীরা ৬ মাস আন্দোলন করার পরে ঢাকা অবরোধ কর্মসূচিতে শাহবাগ অবরোধ করলে পুলিশ তাদের উপর নির্মম আক্রমণ চালায়।এই সময়ে মানুষ যখন এই আন্দোলনের ব্যাপারে জানতে পারে তখন কমিটির নামে প্রহসন করা হয়।

আরও পড়ুন: ‘নির্বাচনী গেমপ্ল্যানে’ কতটা কাজে আসবে জামায়াত আমীরের যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ সফর?

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমাদের নৈরাজ্যের কাছে পরাজয় স্বীকার করে সরকার সেই তদন্ত কমিটি বাতিল করে।যখন তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ করার সময় হয়ে গিয়েছিল।

সিভিল ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ডিপ্লোমারা যুক্তিতে পরাজিত হয়ে বুঝতে পারে তদন্ত রিপোর্ট তাদের পক্ষে যাবে না। সুতরাং, তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে যার ফলে ১৭ দিন পরে ওয়ার্কিং কমিটি বাতিল করা হয় এবং ৬ সদস্যের নতুন আরেক তদন্ত কমিটি গঠন করা হয়।নতুন কমিটি গঠনের পর প্রায় দুইমাস হতে চলেছে।অথচ তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি।

শিক্ষার্থীরা সরকারকে ৭ নভেম্বর পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশ এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে।আল্টিমেটাম শেষে কুয়েট এবং সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছিল ন তারা।

প্রসঙ্গত, সরকারি নবম গ্রেডে শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ,দশম গ্রেড বিএসসি এবং ডিপ্লোমা সকলের জন্য উন্মুক্তকরণ এবং বিএসসি ডিগ্রি ব্যতীত ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করা যাবে না এই তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিল প্রকৌশলের শিক্ষার্থীরা।প্রায় ৬ মাস নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলনের পর তারা শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করলে গত ২৮ আগস্ট তাদের দাবি দাওয়া পর্যবেক্ষণে ১৪ সদস্যের এক ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছিল।পরবর্তীতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৭ সেপ্টেম্বর উক্ত কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন এক কমিটি গঠন করেছিল অন্তবর্তীকালীন সরকার।

ট্যাগ: কুয়েট
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9