শাবিপ্রবিতে দুই দিনব্যাপী ‘স্পিকার্স হান্ট ৪.o’ অনুষ্ঠিত

২৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ AM
শাবিপ্রবিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘স্পিকার্স হান্ট ৪.o’

শাবিপ্রবিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘স্পিকার্স হান্ট ৪.o’ © সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ইংরেজি ভাষা চর্চা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিভাগীয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান স্পিকার্স হান্ট ৪.০ সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় সেরা স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন শাবিপ্রবির তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা । এছাড়া ১ম রানার্স-আপ হিসেবে সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির হুমায়রা আনজুম বৃষ্টি ও ২য় রানার্স-আপ হিসেবে শাবিপ্রবির মালিহা নুসরাতের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে ১২ হাজার, ১ম রানার্স আপকে ৮ হাজার ও ২য় রানার্স আপকে ৫ হাজার টাকা পুরষ্কার, ক্রেস্ট, সার্টিফিকেট, টি-শার্ট ও উপহার প্রদান করা হয়েছে। এ ছাড়াও প্রতিযোগিতার সেরা ১০ জনকে সার্টিফিকেট, টি-শার্ট ও উপহার প্রদান করা হয়।

এছাড়ও আদিব শাহরিয়ার, মিফতাহুল জান্নাত মুন্নি, সৈয়দ রামিনুর রহমান অভি, অন্তরিকা পাল পিংকি, জান্নাতুল ফেরদৌস তাজ্রি, আহনাফ আবিদ রায়েদ, মো. আসাদুল্লাহ আল গালিব সেরা দশ স্পিকার হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও বিচারকমণ্ডলি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর সৈয়দ নকীফ সাদি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস, সাবেক সহ-সভাপতি ফারজানা ইসলাম ভুঁইয়া, ইসরাত জাহান স্পৃহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, আফসানা হক নুসরাত, বর্তমান সভাপতি আরমান হোসেন ইমন, সাধারণ সম্পাদক দীপ্ত বনিক সহ সাবেক ও বর্তমান সদস্যরা।

আরও পড়ুন : দুদকের জালে পড়া মুদ্রণ প্রতিষ্ঠানগুলো ফের পেল সরকারি পাঠ্যবই ছাপানোর দায়িত্ব

এর আগে, গতকাল (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ৫০২ ও ৫০৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত বাছাই পর্বে শতাধিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রতিযোগীর মধ্য থেকে সেরা ২৬ জনকে বেছে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হয়, যেখানে আইএলটিএস, এসওপি, এলওআর, সিভি ও বিভিন্ন দেশের স্কলারশিপের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ডেকোটা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপহোল্ডার ও আপকামিং টিচিং এসিস্ট্যান্ট জুমামা হাসান, বাংলায় আইইএলটিএসের রিজিওনাল ম্যানেজার মো. আশিকুজ্জামান এবং ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার মো. শরিফ উদ্দিন।

আয়োজনের সার্বিক বিষয়ে সংগঠনটির সভাপতি আরমান হোসেন ইমন বলেন, স্পিকার্স হান্ট ৪.০–এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। এতগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের উদ্যোগকে আরও অর্থবহ করেছে। প্রতিযোগীদের উচ্ছ্বাস, বিচারকমণ্ডলীর আন্তরিকতা এবং স্বেচ্ছাসেবকদের পরিশ্রমেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও ফলপ্রসূ ও মানসম্মত আয়োজন করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, কাম হেয়ার, স্পিক বেটার এ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চা ও দক্ষতাকে আরও সুন্দর ও সাবলীল করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সবুজায়ন গড়তে উদ্বোধন হলো ১ টাকায় বৃক্ষরোপণের ওয়েবসাইট
  • ১২ জানুয়ারি ২০২৬
সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল কত?
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে বারবার ধর্ষণচেষ্টা, রাবি শিক্ষকের…
  • ১২ জানুয়ারি ২০২৬
বিগত ৩ নির্বাচনে কমিশন কার্যত পাপেটে পরিণত হয়: প্রধান উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন ৫৩…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ২ কর্মকর্তা গ্রেফতার
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9