১২ দিনের ছুটিতে যাচ্ছে গোবিপ্রবি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে এ ছুটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৩৬তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত ছুটির সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে ৭ অক্টোবর তারিখে কেবল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ৮ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় চালু হবে।

এছাড়া ছুটি চলাকালীন জরুরি সেবা যেমন পানি, বিদ্যুৎ, চিকিৎসা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কদের এসব সেবার যথাযথ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডাকসু নিয়ে আবিদ-উমামাদের অভিযোগ, ৪ পয়েন্টে অবস্থান জানাল প্রশাসন

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে টানা ১২ দিনের ছুটি বরাদ্দ তুলনামূলকভাবে দীর্ঘ এবং শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন অনেকে।


সর্বশেষ সংবাদ