বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সমেক এক্সপো’, মিলবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ PM
টেক্সমেক এক্সপো ২০২৫-এর পোস্টার

টেক্সমেক এক্সপো ২০২৫-এর পোস্টার © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেক্সটাইল যন্ত্রপাতি প্রদর্শনী ‘টেক্সমেক এক্সপো ২০২৫’। বুটেক্স টেক্সমেক সোসাইটির আয়োজনে এবং অকোটেক্স ও আইটিইটির সহযোগিতায় এ আয়োজনটিকে ‘মেশিন মানিয়া ২.০’ এর মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।  প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতনামা টেক্সটাইল মেশিনারি কোম্পানিগুলো অংশ নেবে।

আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনে সকাল থেকে প্রদর্শনী চলবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সেমিনার উইথ টেক্সটাইল লিডার্স’।

প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতনামা টেক্সটাইল মেশিনারি কোম্পানিগুলো অংশ নেবে। এতে স্পিনিং, উইভিং, নিটিং, ডায়িং, ফিনিশিংসহ টেক্সটাইল শিল্পের প্রতিটি ধাপের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি তুলে ধরা হবে।

দেশের স্বনামধন্য ১৮টি মেশিনারি কোম্পানি এতে অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে প্যাসিফিক এসোসিয়েটস লিমিটেড, টেক্সটাইল এসোসিয়েটস লিমিটেড, ডায়সিন, টোটাল কোয়ালিটি রিসোর্সেস লিমিটেড, জেড এম জেড এসোসিয়েটস লিমিটেড, টেক্সট্রেড কর্পোরেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তারা তাদের সর্বাধুনিক পণ্য প্রদর্শন ও আলোচনা করবে।

বুটেক্স টেক্সমেক সোসাইটির সভাপতি হোসাইন আল আশরাফ (ওয়াকিল) বলেন, মেশিন হলো টেক্সটাইলের মূল ভিত্তি। বুটেক্স দেশের টেক্সটাইল শিক্ষার প্রধান কেন্দ্র হলেও আধুনিক মেশিন বিষয়ে একাডেমিক ধারণা সীমিত। টেক্সমেক এক্সপো সেই শূন্যতা পূরণে অনন্য পদক্ষেপ—যেখানে শিক্ষার্থী ও শিল্পপেশাজীবীরা একই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। পাশাপাশি শিল্প নেতৃত্বদের সেমিনার আয়োজনটিকে করবে আরও সমৃদ্ধ। 

সাধারণ সম্পাদক মাহিন সাফা বলেন, ‘আমরা আশা করি, এ প্রদর্শনী শিক্ষার্থীদের সর্বশেষ প্রযুক্তি, অটোমেশন, টেক্সটাইলে এআই-এর ব্যবহার ও আধুনিক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দেবে। শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং, ক্যারিয়ার দিকনির্দেশনা ও গবেষণার সুযোগও সৃষ্টি হবে। প্রতিবছরই আমরা এ ধরনের আয়োজন করার প্রত্যাশা রাখি।’

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, টেক্সমেক এক্সপো ২০২৫ বাংলাদেশের টেক্সটাইল শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এবং শিক্ষার্থী ও শিল্প সংশ্লিষ্টদের জন্য এটি হবে এক মাইলফলক আয়োজন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9