বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২৫ আগস্ট ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১১:০৭ PM
বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাংবাদিকদের সংগঠন বুটেক্স সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা এ সংগঠনটি দশম বছরে পদার্পণ করেছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম, দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ, আইটিইটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন এবং কেমডর্ফ গ্রুপ ও ডি আইডিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শামীম দেওয়ান। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা ও বুটেক্সসাসের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন: শিক্ষার্থী হত্যা, নির্যাতনে উস্কানিদাতাদের অনুসন্ধানে কমিটিতে ডাকা হলো সৌমিত্র শেখরকে

অনুষ্ঠানটি বিকেল ৩টায় কুরআন ও গীতাপাঠের মাধ্যমে শুরু হয়। অতিথিবৃন্দ ক্যাম্পাস সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। পরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা মুক্তির বারতা ৩.০-এর বিজয়ী ও বিভিন্ন সেগমেন্টে বুটেক্সসাসের বেস্ট পারফর্মার সদস্যদের পুরস্কৃত করা হয়। সবশেষে কেক কাটা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এ সময় বুটেক্সসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে তুলতে সাংবাদিক সমিতির অনেক অবদান রয়েছে। ন্যায় ও সত্যের পথে থেকে কাজ করে বুটেক্স সাংবাদিকরা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখে। সাংবাদিকতা হতে পারে তার একটি। অনিয়মের পাশাপাশি ইতিবাচক দিকগুলোও বেশি তুলে ধরা জরুরি।’

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ‘ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি সাংবাদিকতার মতো কঠিন কাজ যারা করে যাচ্ছেন তারা প্রশংসার দাবিদার। দশম বছরে সংগঠনটির আরও উন্নতি হবে বলে আশা করি। প্রচলিত খবরে সীমাবদ্ধ না থেকে ফাইবার, মেশিনারিজ ও মার্চেন্ডাইজিং নিয়েও সাংবাদিকতা হওয়া প্রয়োজন।’

বুটেক্সসাসের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘ছোট পরিসর থেকে শুরু হলেও বর্তমানে আমাদের সদস্যরা ৩০টিরও বেশি পত্রিকা ও অনলাইন পোর্টালে যুক্ত। কেউ কেউ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমেও কাজ করছেন। আমরা চাই না আমাদের লেখনী কারও জন্য সমস্যা তৈরি করুক, বরং টেক্সটাইল সেক্টর ও বুটেক্সের উন্নয়নে অবদান রাখুক।’

সাধারণ সম্পাদক মো. তাওসিক জারিফ সিয়াম বলেন, ‘বন্ধুদের আড্ডা থেকে শুরু হওয়া আমাদের এ সংগঠন আজ দশম বছরে। ক্যাম্পাসের ছোট ছোট সমস্যা চিহ্নিত করে সমাধানে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব। আমরা চাই, শিক্ষার্থীরা আমাদের ভরসার জায়গা হিসেবে দেখুক।’

উল্লেখ্য, ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল’ প্রতিপাদ্য নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বুটেক্স সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সমস্যা সমাধান, তথ্য প্রদান ও বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজন প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে থাকছে ইসলামী আন্দোলন, থাকছে জোটেও?
  • ১৫ জানুয়ারি ২০২৬
সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
  • ১৫ জানুয়ারি ২০২৬
বদলি সফটওয়্যার তৈরির চুক্তি শেষ, অপেক্ষা নীতিমালা জারির
  • ১৫ জানুয়ারি ২০২৬
নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্রিকেটাররা
  • ১৫ জানুয়ারি ২০২৬
টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9