শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যবিপ্রবির ভিন্নধর্মী উদ্যোগ, যাত্রা শুরু সিটিএসডি’র

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ PM
ওরিয়েন্টেশন ও কর্মশালা

ওরিয়েন্টেশন ও কর্মশালা © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সফট স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়নে সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের (সিটিএসডি) যাত্রা শুরু হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সিটিএসডির উদ্যোগে ‘রাইটিং টুলকিট’ বিষয়ক ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ সিটিএসডির শুভ উদ্বোধন করেন।

এই সেন্টার শিক্ষার্থীদের সফট স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়নে কাজ করবে। শুরুতে ইংরেজি শিক্ষার পাশাপাশি ৮টি ভাষা এবং সফট স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকছে। এই সেন্টার প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কর্ম-উপযোগী করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিযোগিতায় নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। এই সেন্টার বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স, যেমন- ইংরেজি, জাপানিজ, চায়নিজ, জার্মান, অ্যারাবিক, কোরিয়ান, ফ্রেঞ্চ, স্প্যানিশ ভাষা শিক্ষার সুযোগ দেবে। এছাড়াও সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান এবং নেতৃত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহযোগিতা করবে। উদ্বোধনের  দিনে উৎসবমুখর পরিবেশে সেন্টারটি শতাধিক শিক্ষার্থীদের ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের দক্ষতা  ও ভাষা শিক্ষার উন্নয়ন নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেটার মাহেন্দ্রক্ষণে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। সফট স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ নানারকম মেধা বিকাশে কাজ করবে এই সেন্টার। দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তোমাদের ভিশন, লক্ষ্য ও স্বপ্ন পূরণের সারথি হবে এই ট্রেইনিং সেন্টারটি। বিশ্ববাজারে দক্ষ জনশক্তি সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে এই সেন্টারটি চালু করা হয়েছে। আশা করি তোমরা এই সেন্টারটির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে পরিশ্রম করবে এবং বিশ্ব বাজারে নিজেদের দক্ষতাকে সফলতার সাথে তুলে ধরতে পারবে।

অনুষ্ঠানের সভাপতি, সিটিএসডির পরিচালক ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যবিপ্রবির এই ভিন্নধর্মী উদ্যোগে আমি পরিচালক হিসেবে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস শিক্ষার্থীরা এই সেন্টার থেকে  সফট স্কিল, ভাষা শিক্ষার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ নানারকম বিষয়ে দক্ষতা অর্জন করে দেশ ও জাতির জন্য অগ্রণী ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই সেন্টার থেকে শিক্ষার্থীদের মৌলিক উন্নয়নে আরও বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

‘রাইটিং টুলকিট’ বিষয়ক ওরিয়েন্টেশন ও কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের সুপারনিউমেরারি অধ্যাপক ড. এ কে এম ওয়ালিউল ইসলাম। তিনি লেখালেখি সহজ, কার্যকর ও মানসম্পন্ন করার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় কৌশল, নির্দেশিকা, পদ্ধতি ও সহায়ক উপকরণ নিয়ে স্লাইড আকারে তথ্যাদি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটিএসডির উপ-পরিচালক ড. কামরুল ইসলাম, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধানগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিটিএসডির উপ-পরিচালক ড. অভিনু কিবরিয়া।

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স…
  • ২০ জানুয়ারি ২০২৬
চাকরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভ…
  • ২০ জানুয়ারি ২০২৬
আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
  • ২০ জানুয়ারি ২০২৬
ওকস-খালেদের আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড রংপুর
  • ২০ জানুয়ারি ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন ‘নারী ও শিশু মন্ত্রণ…
  • ২০ জানুয়ারি ২০২৬
শিক্ষার লক্ষ্য শুধু বই আর পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক গুণা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9