জাপানে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রুয়েটের ‘টিম ক্র্যাক প্লাটুন’

‘টিম ক্র্যাক প্লাটুন’-এর সদস্যরা
‘টিম ক্র্যাক প্লাটুন’-এর সদস্যরা  © টিডিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্ভাবনী দল ‘Team Crack Platoon’ জাপানের উদ্দেশে রওনা দিয়েছে। তারা অংশ নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা Formula SAE Japan 2025-এ। আগামী ৮-১৩ সেপ্টেম্বর জাপানের Aichi Sky Expo-তে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক আয়োজন, যেখানে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে রুয়েটের এই দল।

দলটি এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের নতুন প্রকল্প “CP–Astrion” নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, lightweight composite body এবং aerodynamic wings সমন্বিত এই গাড়িটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ইলন মস্কের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি গাড়িটির ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।

টিম ক্র্যাক প্লাটুন এর আগে ২০১৬ সালে Quad Bike Design Challenge, ২০১৭ ও ২০১৯ সালে Formula SAE Japan, ২০২৩ সালে Formula SAE Switzerland এবং সর্বশেষ ২০২৪ সালে Formula Bharat-এ অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কয়েকজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব, যন্ত্রকৌশল বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান, মোহাম্মদ হিমেল ও শেখ মো. ইয়াসিন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিউল হক আয়ন।

রওনা দেওয়ার আগে সদস্যরা বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারব। দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence