রাজশাহীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রকৌশলী শিক্ষার্থীদের ৩ দাবিতে সমাবেশ

২৪ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৪:০৭ PM
প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকৌশলী শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

চলমান বিএসসি-ডিপ্লোমা বৈষম্য নিরসনে ৩ দফা দাবির বাস্তবায়নে প্রকৌশল অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিল নিয়ে শিক্ষার্থী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট হয়ে প্রশাসনিক ভবনের সামনে মোড় নেয়, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন।

সমাবেশে বক্তব্য দেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, ‘একজন নার্সকে দিয়ে ‎যেমন ডাক্তারের কাজ হয় না, তেমনি একজন ডিপ্লোমা টেকনিশিয়ান দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন সম্ভব নয় ৷ প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রকৌশলীদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান সমাবেশে বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। তবে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। কোনো প্রকার অপশক্তি যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

আন্দোলনকারীদের পক্ষে এক শিক্ষার্থী ৩ দফা দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেনা, এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।

বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার শিক্ষার্থী সমাবেশে যোগ দেন। তারা কোটা সংস্কারের দাবিতে এবং প্রকৌশলীদের মেধার যথাযথ মূল্যায়নের পক্ষে স্লোগান দেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9