রুয়েটে ছাত্রীদের যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান উদ্ভাবন

২০ আগস্ট ২০২৫, ১২:১০ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৩০ AM
যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান উদ্ভাবন

যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান উদ্ভাবন © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে খরচ-সাশ্রয়ী বৈদ্যুতিক যান (ইভি) তৈরি করেছে বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে অর্থায়নে তৈরি এই যানটি মঙ্গলবার (১৯ আগস্ট) উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রাথমিকভাবে গাড়িটি শুধু ছাত্রীদের হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবহন সেবা প্রদান করবে। প্রতি ২০ মিনিট অন্তর গাড়িটি চলাচল করবে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ সফল হলে সেবার পরিধি আরও বাড়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা বাহির থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকে অর্থ বরাদ্দ দিয়েছি। এতে যেমন গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি শিক্ষার্থীরাও বাস্তব প্রয়োগমুখী অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে আসবে।

প্রকল্পটির নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান। প্রতিটি গাড়ির আনুমানিক উৎপাদন খরচ ৫-৬ লাখ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত প্রায় ১৮ লাখ টাকা দামের ইভিগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

প্রকল্প নিয়ে অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (OBE) লক্ষ্যসমূহ অর্জন করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞানে নয়, বরং বাস্তব সমস্যার সমাধানেও সমান দক্ষতা প্রদর্শন করেছে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬