রুয়েটে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নানা আয়োজন  

জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন
জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন  © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিজয় র‌্যালি, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে রুয়েট প্রশাসন। 

দিনের শুরুতে বেলা ১০টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে রুয়েটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর তালাইমারি মোড় প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এসে শেষ হয়। কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এরপর বিশ্ববিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘জুলাই আন্দোলন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো যদি এই পরিবর্তনের নেতৃত্ব দেয় তাহলে নিশ্চয়ই জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’ 

অনুষ্ঠানে জুলাই স্মৃতিস্তম্ভ ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন ইলমা কামাল, নিশাত সাল সাবিল ও সুমাইয়া বিনতে জামান। দ্বিতীয় স্থান অধিকার করেন মো. সাজ্জাদুল ইসলাম এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন রবিউল ইসলাম রিমন, ফারাহ জামাল ও গোধুলী মোস্তফা। এ ছাড়াও রুয়েটের কেন্দ্রীয় পুকুরের ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করেন সাদিয়া সুলতানা আরিফা, ফাতেমাতুজ জোহারা, মাহফুজুল ইসলাম দিব্য অন্তরা পদ্দার, মো. রাফিউল ইসলাম, ফারিয়া কামাল মোমো, ফয়সাল আহমেদ, সাদিয়া মুনতাহা সাইমুম, সুবরিন শারমিন রিতু, জাহিদুর রহমান সজীব, মাহমুদুল হাসান পলাশ, আদিব হোসেন ধ্রুব, প্রমিতি প্রভা বিশ্বাস, নুসরাত জাহান, আনজিল সিদ্দিক, সৌরভ ব্যাপারী।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন আন্দোলনে অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এদিকে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বাদ জোহর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং স্থানীয় এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও সুউচ্চ ভবন সমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence