পবিপ্রবির ক্লাস শুরুর ১৪ দিনের মধ্যে নবীন শিক্ষার্থী উপস্থিত না হলে ছাত্রত্ব বাতিল

১৭ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৮:৩৩ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছের অধীনে চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। দুই গুচ্ছের ক্লাস যথাক্রমে ২৫ ও ২৬ আগস্ট শুরু হবে। ক্লাস শুরুর ১৪ দিনের মধ্যে উপস্থিত না হলে ছাত্রত্ব বাতিল হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের অধীনে চুড়ান্ত ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অরিয়েন্টশন ক্লাস আগামী ২৫ আগস্ট (সোমবার) অনুষ্ঠিত হবে। আর জিএসটি গুচ্ছের অরিয়েন্টশন ক্লাস আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে টিএসসি কনফারেন্স রুমে। 

আগামী ২৭ আগস্ট হতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের স্ব-স্ব অনুষদে উপস্থিত হয়ে ‘PSTU Academic Profile’ অনুযায়ী পরবর্তী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, ক্লাস শুরুর ১৪ দিনের মধ্যে কোন শিক্ষার্থী ক্লাস কার্যক্রমে অংশ না নিলে তার ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। 

চুড়ান্ত ভর্তির সময় ভর্তিকৃত আবাসিক হলের সংশ্লিষ্ট প্রভোস্ট অফিসে আগামী ২৪ আগস্ট হতে স্ব-স্ব হল অফিসে যোগাযোগ করে হলরুম এটাচমেন্ট গ্রহন করতে হবে। প্রাপ্যতা সাপেক্ষে মেধানুসারে ছাত্রছাত্রীদেরকে হলে সিট বরাদ্দ করা হবে। উল্লেখ্য, চূড়ান্ত ভর্তির সময় প্রদানকৃত ‘Acknowledgement Slip’ ও হল ভর্তি ফি প্রদানের রশিদ সমূহ সাথে আনতে হবে।

আরও পড়ুন: ফোসেপ প্রজেক্টে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন ‘উধাও’ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ জুলাই যে সব শিক্ষার্থী অনস্পট ভর্তি হয়েছেন, তাদেরকে Admission Guideline অনুযায়ী অনলাইন ভর্তি ফরমে (admission.pstu.ac.bd) আগামী ১৮ আগস্টের মধ্যে সব তথ্য পূরন করতে হবে। অনলাইন ভর্তি ফরম পূরণ করলেই শুধুমাত্র হল অ্যাটাচমেন্ট জানা যাবে। যে সব শিক্ষার্থী পবিপ্রবি Agrciculture/Fisheries হতে DVM/AH Subject এ মাইগ্রেশন হয়েছেন, তাদের সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করে বাকি ফি জমা দিতে হবে।

যে সব শিক্ষার্থী ইতিপূর্বে কৃষি গুচ্ছভূক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে মাইগ্রেশনে পবিপ্রবিতে এসেছেন, তাদের Admission Guideline অনুযায়ী অনলাইন ভর্তি ফরম (admission.pstu.ac.bd) আগামী ১৮ আগস্টের মধ্যে সব তথ্য পূরণ করতে হবে এবং প্রথম চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের ফি সংক্রান্ত রশিদ আপলোড করতে হবে। 

আপলোডকৃত রশিদটি পবিপ্রবি কর্তৃক ১৮ আগস্টের যাচাই স্বাপেক্ষে শিক্ষার্থীকে admission.pstu.ac.bd লগইন করে Acknowledgment Slip download করতে হবে এবং প্রিন্ট করে সংগে নিয়ে আসতে হবে । যদি কারো পবিপ্রবি অনুষদ অনুযায়ী ভর্তি ফি কম দেওয়া থাকে, তবে অবশিষ্ট ফি নোটিশ সাপেক্ষে জমা দিতে হবে এবং সব ফরম (১০টি) ডিন অফিস থেকে সংগ্রহ করে স্বাক্ষর করে জমা দিতে হবে। উল্লেখ্যম অনলাইন ভর্তি ফরম পূরণ করলেই শুধুমাত্র হল এটাচমেন্ট জানা যাবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুনে নিহত ৫
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাকা ছেড়েছেন চরমোনাই পীর, জোটে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে শ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9