হাবিপ্রবিতে ছাত্রসংসদ নির্বাচন ও অ্যালামনাই গঠনের দাবিতে অনশনে ২ শিক্ষার্থী

২৭ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
অনশন কর্মসূচিতে বসেছেন ২শিক্ষার্থী

অনশন কর্মসূচিতে বসেছেন ২শিক্ষার্থী © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (হাকসু) নির্বাচনের রোডম্যাপ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের দাবিতে অনশন কর্মসূচিতে বসেছেন ২শিক্ষার্থী।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন শুরু করেন অ্যাগ্রিকালচার অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী এটিএম সিফাতুল্লাহ ও ফিন্যান্স বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মুহিত আহমেদ। সময় বাড়ার সাথে সাথেই তাদের সাথে যুক্ত হতে থাকেন আরও শিক্ষার্থীরা। 

পাশাপাশি অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সেক্রেটারি শেখ রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু, গণ অধিকার পরিষদ হাবিপ্রবি শাখার আহ্বায়ক মো. রিপন মিয়া। 

শিক্ষার্থীরা অভিযোগ জানান, ২০২৩ সালের জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসন হাকসু নির্বাচন নিয়ে কোনো রোড ম্যাপ প্রকাশ করেনি। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর হলেও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনেরও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অনীহার ফলে প্রাক্তন শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে আসা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি বিদ্যমান শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী পর্ষদে কোনো প্রতিনিধিত্বও নিশ্চিত হচ্ছে না।

অন্যদিকে জানা যায়, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি সক্রিয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলে তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি ও শিক্ষার্থীদের পেশাগত জীবন গঠনে ভূমিকা রাখতে পারে। তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে পারে, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারে এবং অ্যাকাডেমিক ও ক্যারিয়ার গাইডলাইন দিতে পারে। অথচ হাবিপ্রবিতে এখন পর্যন্ত এমন কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি, যা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে।

অনশনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ অনশন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, হাবিপ্রবি প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত এখানে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, অ্যাকাডেমিক সমস্যার সমাধান, আবাসন সংকট, খাবারের মান নিয়ন্ত্রণ, পরিবহণ সমস্যা ও যৌক্তিক দাবিদাওয়ার প্রাতিষ্ঠানিক কোনো প্রতিনিধিত্ব গড়ে ওঠেনি।

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9