একজন শিক্ষক দিয়ে চলছে গোবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন বিভাগ

গোবিপ্রবি লোগো
গোবিপ্রবি লোগো  © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। যেখানে ন্যূনতম ২৫ জন শিক্ষকের প্রয়োজন, সেখানে বিভাগটি চলছে মাত্র ১ জন শিক্ষকের উপর নির্ভর করে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তাঁরা অবিলম্বে শিক্ষক নিয়োগসহ বিভাগটির সার্বিক প্রশাসনিক ও একাডেমিক সংকট নিরসনে ৫ দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকটের কারণে বিভাগের ৮টি ব্যাচে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষক বিদেশে বা ছুটিতে থাকায় কার্যত পুরো বিভাগের দায়িত্ব পড়েছে একজন শিক্ষকের কাঁধে। এতে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে, আর পড়াশোনার পরিবেশ দিন দিন অস্থির হয়ে উঠছে।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বিভাগে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ ও স্থায়ীভাবে বিভাগীয় প্রধান নিয়োগ, দেশের অন্যান্য ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মানসম্মত ফ্যাকাল্টি কাঠামো অনুসারে শিক্ষকসংখ্যা বৃদ্ধি, বিভাগের নিজস্ব প্রশাসনিক কাঠামো তৈরি করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনা, ভেটেরিনারি টিচিং হাসপাতালের উন্নয়ন ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা এবং গবেষণা ও পরীক্ষার জন্য পর্যাপ্ত টেকনিশিয়ান নিয়োগ।

শিক্ষার্থীরা প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন। সময়মতো দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো সম্পর্কে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিভাগের শিক্ষার্থী রেজয়ানুল হক বলেন, ‘ভেটেরিনারি পড়তে এসে প্রতিনিয়ত হতাশা নিয়ে দিন কাটাতে হচ্ছে। একজন শিক্ষক দিয়ে এত বড় একটা বিভাগ চালানো সম্ভব না। আমাদের হাতে কোনো সময় নেই, নাহলে সেশনজট অনিবার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence