রুয়েটকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

১৫ মে ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ১১:০২ PM
রুয়েট ক্যাম্পাস

রুয়েট ক্যাম্পাস © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে (রুয়েট) নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৪ মে দৈনিক শিক্ষাডটকম অনলাইন পোর্টালে ‘রুয়েটে নিয়োগ বাতিল দাবিতে গেটে তালা, মহাসড়ক অবরোধ’ শীর্ষক প্রকাশিত সংবাদটির প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বর্ণিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর, যা রুয়েটের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। এছাড়া এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশের মাধ্যমে রুয়েটকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।”

সঠিক ঘটনার বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়,  একটি নিলাম টেন্ডার প্রক্রিয়ায় অবৈধভাবে প্রভাব বিস্তারের জন্য কিছু বহিরাগত লোক রুয়েটে প্রবেশ করতে চাইলে, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদেরকে নিবৃত্ত করায় হয়। প্রকৃত ঘটনাকে আড়াল করে অতিরঞ্জিত করে মনগড়া সংবাদ প্রকাশ করার মাধ্যমে রুয়েটের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। ফলে এই ঘটনা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যা রুয়েটের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের দ্বিতীয় ঐতিহ্যবাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘রুয়েট’ এর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে, এমন ধরনের সংবাদ প্রকাশ ও প্রচার না করার জন্য দৈনিক শিক্ষাডটকমকে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এবং সেই সাথে প্রকাশিত সংবাদের জন্য দু:খ প্রকাশ ও একটি সংশোধনী প্রকাশের জন্য রুয়েট কর্তৃপক্ষ জোর দাবি জানাচ্ছে। পরবর্তীতে রুয়েট সংক্রান্ত অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ প্রকাশ করা হলে রুয়েট কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

এ বিষয়ে রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘রুয়েটে উন্মুক্ত টেন্ডারের কার্যক্রম চলছিলো, কিছু ব্যক্তি বিষয়টা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দল বেধে আসে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে রুয়েট গেটে আটকে দেয়। এতে তারা টেন্ডার কার্যক্রমে ঝামেলা সৃষ্টি করে সুবিধা করতে না পারায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রুয়েট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিবে।’

তিনি আরো বলেন, ‘নিয়োগের বিষয়টি পুরোপুরি মিথ্যা, এটা করে তারা টেন্ডারের ফায়দা হাসিল করতে চেয়েছে।তারা মিথ্যার আশ্রয় নিয়ে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছে।’

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘দৈনিক শিক্ষা ডট কম পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গেটে তালা দিয়েছে।  অথচ এমন কিছুই ঘটেনি, একটি নিলাম টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ প্রভাব বিস্তারের জন্য কিছু বহিরাগত লোক রুয়েটে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁদেরকে নিবৃত্ত করা হয়।’

ট্যাগ: রুয়েট
ব্যালটের একই সারিতে ট্রাক ও ট্রাক্টর প্রতীক, বিপাকে নুরের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, পদ ১০, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি, দাম কত?
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইসিতে আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে হট্টগোল
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন জোটে আসবে কিনা, জানালেন মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9