বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দক্ষ আইনবিদ তৈরির লক্ষ্যে চতুর্থ বর্ষে আইন বিভাগ

০৭ মার্চ ২০১৯, ০৬:০০ PM
আইন বিভাগের শিক্ষার্থীদের একাংশ

আইন বিভাগের শিক্ষার্থীদের একাংশ © ফাতেমা-তুজ-জিনিয়া

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে আইন বিভাগ চালু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আইন বিষয়ে অভিজ্ঞ করে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়েটিতে আইন বিভাগ চালু করা করা হয়।

আইন অনুষদের অধীনে এ বিভাগে বর্তমানে প্রায় ৪৫০ শিক্ষার্থী স্নাতক পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। সময়োপযোগী একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে যোগ্য ও দক্ষ করে তোলার জন্য বিভাগটির রয়েছে নিজস্ব ডিবেটিং ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব এবং মুটিং সোসাইটি। এসবের পাশাপাশি নিয়মিত আয়োজন করা হয় আইন বিষয়ক বিভিন্ন সেমিনার এবং প্রতিযোগিতা। শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় জাতীয় পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় সফল হওয়ার গৌরব অর্জন করছে বিভাগটি।

আইন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রবিউল আউয়াল বলেন, আইনের প্রতি আগ্রহ থেকেই ২০১৭ সালে ভর্তি হই বশেমুরবিপ্রবিতে। আমার মনে হয়, অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলনায় আমাদের শিক্ষকরা অনেক বেশি আন্তরিক এবং সহযোগিতা পরায়ণ। বশেমুরবিপ্রবি’র আইন বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে গর্ব করে ওই শিক্ষার্থী আরো বলেন, আমাদের শিক্ষকরা যেমন আমাদের শিক্ষাপ্রদানের প্রতি যত্নশীল তেমনি সর্বদা এটাও লক্ষ্য রাখেন যে, আমরা কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি কিনা অথবা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা। এসবের কারণে আমাদের সাহস সঞ্চার হয়।

আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঠ্যক্রম অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় সময়োপযোগী ও আধুনিক। চার বছর মেয়াদী স্নাতক পর্যায়ের কোর্সে আমরা প্রায় ৪৬টি কোর্স পড়িয়ে থাকি। ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন পদ্ধতিতে শিক্ষাপ্রদান করায় আমাদের শিক্ষার্থীরা সহজেই এর গুরুত্ব অনুধাবন করতে পারে। আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চেষ্টা করছি, যাতে তারা ভবিষ্যত জীবনে প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে সহজে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। নিজেদের মেধা ও যোগ্যতার সাহায্যে ভবিষ্যতে দেশের আইন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

আইন বিভাগ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা এবং প্রত্যাশা সম্পর্কে বিভাগটির সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘আমরা ২০১৬ সালে স্নাতক পর্যায়ের কার্যক্রম শুরু করি। ২০২০ সালের জানুয়ারি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু করবো। আমাদের বিভাগটি সম্পূর্ণ সেশনজট মুক্ত। শিক্ষার্থীদের সর্বোচ্চমানের শিক্ষাব্যবস্থা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে বিশ্ববিদ্যালয় থেকে সর্বদা চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশা করি, শিক্ষার্থীরা এই বিভাগ থেকে শিক্ষাগ্রহণ সম্পন্ন করে দক্ষ আইনবিদ হয়ে উঠবে। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে বিচারবিভাগে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।’

ফাতেমা-তুজ-জিনিয়া, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, মেইল- tannymony@gmail.com

দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬
সংঘর্ষে জামায়াত নেতা নিহত, ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে হামলার হুমকি; ডলারের দরপতনে রেকর্ড দাম স্বর্ণের
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬