হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিত ৭৯.৬ শতাংশ

  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। প্রথম দিনে ‘এ’ ইউনিটের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। এতে ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৯.৬ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যা বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াত, বিশ্রাম, চিকিৎসা, সিট প্ল্যান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলাদা সহায়তা নিশ্চিত করা হয়েছে। যাতে কেউ কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। শিক্ষার্থী ও তাদের বিভিন্ন সংগঠন প্রশাসনকে সহযোগিতা করছে। 

এই আয়োজনে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে চিত্রাঙ্কন ও আলপনা এঁকে অংশ নেয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরীক্ষার্থীদের তথ্য ও সহায়তা দিতে সক্রিয় ছিল।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৭২ হাজার ৯৮৪ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখায় ২ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান ও মানবিক শাখায় ৪ হাজার ৪৫৬ জন এবং অন্য একটি শাখায় ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence